১৮৯২ খৃঃ ঘুনী গ্রাম নিবাসী স্বর্গীয় কালি নারায়ন রায় নামক এক মহাপুরুষ কর্র্তৃক ঝিট্কা মধ্য ইংরেজী বিদ্যালয় স্থাপিত হয়। তাহারই পরিপূর্ণরূপ ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়।
১৯১২ খৃঃ বিক্রমপুরের প্রসিদ্ধ বসু বংশ সম্ভুত মহাত্মা নিশিকান্ত বসু সেটেল মেন্টের উর্ধ্বতন কর্মকর্তা রূপে ঝিট্কাতে আগমন করেন। এবং বিদ্যালয়ের উন্নতি কল্পে জনসাধারনের নিকট হতে বিদ্যালয়ের উপযোগীতা প্রদর্শন পূর্বক সহস্রাধিক টাকা সংগ্রহ করেন। সংগ্রীহিত টাকা বিদ্যালয় পরিচালনা কমিটির হস্তে অর্পন করিয়া বিদ্যালয়ের উন্নতির যাবতীয় বন্দোবস্ত করিয়া এ স্থান ত্যাগ করেন। উক্ত টাকায় একখানি টিনের ঘর বিদ্যালয়ের শোভা বর্ধন করে। ১৯২১ খৃঃ পর্যন্ত এই ঘরটিতেই বিদ্যালয়ের যাবতীয় কাজ সুসম্পন্ন হইয়া আসিতে ছিল। স্কুল কমিটির সভাপতি বাবু যজ্ঞেশ্বর পোদ্দার মহাশয় ও স্থানীয় বিদ্যোৎসাহী কতিপয় ভদ্রোলোকের সংগৃৃহিত টাকায় আরেকটি টিনের ঘর নির্মান করেন।
১৯১২ খৃঃ হইতে ১৯১৮ খৃষ্টাব্দের ফেব্রুয়ারী মাস পর্যন্ত বুতনী নিবাসী স্বর্গীয় দীনেশ চন্দ্র সরকার মহাশয় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে অধিষ্টিত ছিলেন। তৎপর ১৯১৮ খৃঃ মার্চ মাস হইতে ১৯২৯ খৃঃ পর্যন্ত প্রধান শিক্ষকের পদ অলংকৃত করেন স্বর্গীয় শরৎ চন্দ্র চক্রবর্তী মহাশয়। ১৯২৬ সনে এই বিদ্যালয়টিকে মধ্য ইংরেজী বিদ্যালয় হইতে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত করা হয়।
উচ্চ বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জায়গা জমি, ঘর ও যাবতীয় টাকা পয়সা প্রদান করেন স্থানীয় জমিদার বাবু যজ্ঞেশ্বর পোদ্দার মহাশয়। তাহার পিতার নামানুসারে বিদ্যালয়ের নামকরণ করা হয় ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়। ১৯২৯ খৃঃ উচ্চ বিদ্যালয় হিসাবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্বীকৃতি লাভ এবং পরে স্থায়ী স্বীকৃতি লাভ করে।
কালের আবর্তে বিদ্যালয়টির ভৌতিক অবকাঠামো উন্নত হইতে উন্নত হইতে থাকে। ২০১২ খৃঃ অত্যাধুনিক এবং মানসম্মত কম্পিউটার ল্যাব স্থাপন সহ বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার সন
বিদ্যালয়টি ১৯২৬ সনে মাধ্যমিক বিদ্যালয় রূপে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা মন্ডলী
নি¤েœাক্ত ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়-
ক) স্বর্গীয় কালি নারায়ন রায়
খ) মহাত্মা নিশিকান্ত বসু
গ) বাবু যজ্ঞেশ্বর পোদ্দার মহাশয়
৩। প্রতিষ্ঠান পরিচিতি ঃ প্রতিষ্ঠানটি মানিকগঞ্জ জেলার, হরিরামপুর উপজেলার, গালা ইউনিয়নের অন্তর্গত বাসুদেবপুর গ্রামের, ইছামতি নদীর তীরে অবস্থিত।
৪। দাতা সদস্যদের তালিকা ঃ
ক) জনাব হারুনার রশিদ খান মুন্নু (আজীবন দাতা)
খ) জনাব মোঃ রহমত আলী (আজীবন দাতা)
Image | Name | Mobile | |
---|---|---|---|
![]() |
REZA SAIFUL ISLAM | rezasaifulislam1970@gmail.com |
Image | Name | Mobile | |
---|---|---|---|
![]() |
ARCHANA BALO | archanabalo1975@gmail.com | |
![]() |
ASIYA KHANOM | asiyakhanom1977@gmail.com |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS